আমার মনের দুটি মন লড়ে সর্বক্ষণ
একজন যদি ডাইনে চলে, বামে অন্যজন।


সুমন বলে আঁধার নয় আলোর পথেই চলবো
কুমন বলে কেন বৃথা আলোর জ্বালায় জ্বলব।


সুমন বলে আলোয় আছে দিব্যদ্যুতি আঁকা
কুমন বলে আঁধারেতেই মাদকতা মাখা।


সুমন বলে আলোই জীবন আলোই ধ্রুবতারা
কুমন বলে আলো যেন বিরাট অন্ধ-কারা।


সুমন বলে আলোয় লেখা সব পেয়েছির আসর
কুমন বলে আঁধারেতেই বাঁধা সুখের বাসর।


সুমন বলে আলো দেখে জাগে যে উল্লাস
কুমন বলে আলো দেখলে হাসি অট্টহাস।


সুমন বলে যা বলো ভাই আলোই ভালোবাসি
কুমন বলে আলোতে তাই ঢাকে আঁধার রাশি।