অনন্ত কালবলয়ের কোন সে বৃত্তে
আমার বিন্দুরূপ ফুটে উঠেছিলো তোমার চিত্তে...
মানব শিশু হিসেবে কোন সে প্রভাতে
জন্ম হয়েছিল মোর এই পৃথিবীতে
এই সব তত্ত্বকথা অধরা অজ্ঞাত আজ
শুধু জানি, অণুতে অণুতে তুমি আছো মনোরাজ।


স্বর্গসুরভিবহ তব গন্ধরেণু
পরাণ আকুল করা অভিসার বেণু
মধুর মোহন দীপ্তি মমতামঞ্জরী
সৌন্দর্য-সুষমামৃত আছে যে আবরি।


আমার আলয়ে আজ যত ভক্তি-আলো
যত ভালোবাসা আছে প্রীতিতে উচ্ছল
তিলে তিলে ঢেলে দিই সে চরণতলে
তুমি তা গ্রহণ কর পলে অণুপলে।


আজ আনন্দ অশ্রুতে ভরা ভক্তিপূত হৃদে
তব প্রতি প্রণতি জানাই শুদ্ধচিতে
অযুত অনন্ত কোটি লহগো প্রণাম
অনাদি অনন্তকাল নিত্য অবিরাম।


কবিতাটি আমার পরমেষ্টর শ্রীচরণে সশ্রদ্ধায় নিবে্দিত।