রাত বারোটা সবাই তখন ঘুমেতে বেঘোর
উঠল আওয়াজ ঘোষ বাড়ীতে চোর চোর চোর।


লাঠি সোঁটা হাতে নিয়ে জুটল শতেক জন
এদিক ওদিক খোঁজা শুরু কোথায় বাছাধন।


কে দেখেছে কেমন সে চোর কোন দিকেতে গেলে
ধর বেটাকে দেখিয়ে দেব ধোলাই কাকে বলে।


এদিক ওদিক টর্চ মেরে দেখা গেল শেষে
উদোম গায়ে মাধোর বেটা পান্তা খাচ্ছে বসে।


মারো না গো পায়ে ধরি খাইনি দু'দিন ধরে
বলো না গো খিদের জ্বালায় থাকি কেমন করে।


তাই, চুরি করবি বাট্যাচ্ছেলে রান্নাঘরে ঢুকে
দেখ এবার কেঁদে কেঁদে ধোলাই বলে কাকে।


বললো বিবেক জোর গলায় দাঁড়াও রহিম চাচা
মারার আগে বদলাও এই পচা সমাজ ঢাঁচা।


কেন বা কেউ ক্ষুধার জ্বালায় জ্বলবে এই দেশে
হর্তা কর্তা বিধাতাদের বলতে হবে এসে।


ভদ্রবেশী চোরেতে আজ দেশটা গেছে ভরে
এখন গায়ের ঝাল মেটাবে পান্তা চোরে মেরে।


মারার আগে অভুক্তদের খাবার জোগাড় চাই
পেটের কথা ভাববে না, কিল মারার গোসাঁই।