হোক না বিশ্বায়ন
তা বলে আকণ্ঠ অর্থগৃধ্নুতা
গ্রাস করে ফেলবে
আপাদমস্তক।


অশ্লীল অসংস্কৃতির
বিষাক্ত ছোবল যে
অস্থি-মজ্জা কুরে খেল
সকাল-সন্ধ্যা।


ক্ষুব্ধ মনে, ন্যুব্জ দেহে
আমরা কি শুধুই
ব্যর্থতার বিষপান করব
নিঃশব্দে, নির্বিচারে।


দাঁড়াও ভাই, উঠে দাঁড়াও
দাঁড়াও সোজা হয়ে
ভেসে যেও না রাত্রিদিন
গড্ডেলিকার খরস্রোতে।


বিশ্বাসের লৌহকপাটে
আগলে ধর তোমার
শাশ্বত জীবন দর্শন
জয় হবেই হবে।