মাতৃগর্ভ থেকে মুক্তি পাবার আশায়
পরম আকুতি ভরে তোমায় ডেকেছিলুম।
বন্ধন ছিন্ন করে তুমি বললে
যা মানুষ হয়ে মানুষের মত থাক
আমাকে ভুলিস না যেন।


বাল্যের চপলতা, কৈশোরের উচ্ছলতা
যৌবনের উদ্দামতা পেরিয়ে একদিন
সংসার সমুদ্রে ডুব দিলুম
ভুলে গেলাম তোমাকে।


সুন্দরী স্ত্রী সাজানো সংসারেও
মন ভরেনি--আরো চাই, আরো কিছু।
বিবর্জিত বিবেকে ডানা মেলেছি
কামনা-বাসনার অনন্ত আকাশে।

তোমার অস্তিত্বকে নস্যাৎ করে দিয়ে
পাপপঙ্কে আকন্ঠ ডুবে পান করেছি
নিজেরই রক্ত-রস--মোহগ্রস্ত হয়ে।
ভেবেছি কেউই দেখছে না।


আজ ব্যাধিগ্রস্ত জরাজর্জর জীবন
তিলে তিলে কষ্ট, বেঁচে মরার
সে কি অসহ্য যন্ত্রণা।
এখন মনে পড়ছে তোমাকে।
নির্বাক তুমি, শুধু অলক্ষ্যে হেসে চলেছ।