কবে যে কোন কুক্ষণেতে ধরেছিলাম নেশা
হাড়ে হাড়ে বুঝছি এখন কী সে সর্বনাশা।


সময় হলেই ডাক শুনি তার দেরী যে সয়না
সকল কাজ ফেলে তখন ছুটি আনমনা।


স্বাস্থ্য সম্পদ সবই গেছে, গেছে ঘরের শান্তি
মান সম্মান কিছুই নেই, লুপ্ত দেহের কান্তি।


কতবার যে ভেবেছি মনে এবার আর না
সেই ক্ষণটা জীবনে আর কখনো এল না।


জন্মদিন, দীপাবলী, মহাষ্টমি বা নববর্ষ
কতবারই তো ভেবেছি করবো না আর স্পর্শ।


বছর বছর এই সব দিন আসে বারংবার
আমার কভু শুভদিনটি আসে না যে আর।


সে দিন এক ভালো দিনে মন বাঁধলাম কষে
যা হবে হোক আজ থেকেই ছেড়ে দিলাম শেষে।


অতি কষ্টে সুর্য ডুবে যেই   সন্ধ্যা হলো
মনের মধ্যে কবাডি যেন শুরু হয়ে গেলো।


আনমনেই ছুটে গিয়ে জাগালাম দোকানদারে
ভাবলাম, "মন, বাহাদুর তুই আছিস কেমন করে।


সত্যি তোর সাহস আছে শক্তি তোর অমিত
আকণ্ঠ পান করে তোরে করবো পুরষকৃত।"


সবিনয়ে সবাইকে তাই করি নিবেদন
নেশা ধরার আগেই নেশা ছাড়ুন গুণীজন।