অনুতে অনুতে আছো অনুস্যূত
তবু পাইনা তোমার দেখা
অন্তরে নেই আছো অন্তরে
চিদাকাশে তুমি রাকা।


অনলে অনিলে সাগর-সলীলে
আছো তুমি সর্বত্র
আছো ছায়াসম দিবসরজনী
মনে আছো মনোমিত্র।


জেনেও জানিনা তুমিই আমার
পরম জীবন দেবতা
বুঝেও বুঝিনা তোমার মহিমা
নভোনীলে লেখা বারতা।


বিভুপদে তব করিগো আকুতি
হৃদয়েতে দাও ভকতি
জগৎ মাঝারে যেন যুঝিবারে
পাইগো অপার শকতি।


ভয় কি বা তার যে আছে তোমার
অভয় চরণ শরণে
সঁপে যে দিয়েছে সকল সত্তা
জীবনে মরণে স্বপনে।