(১)


ত্বমেব মাতা চ পিতা ত্বমেব...


তুমি আমার সবকিছু প্রভু, তুমিই প্রাণ ও মন।
পিতা-মাতা, বন্ধু-সখা, স্বজন অথবা সুজন।।


তুমিই জ্ঞান তুমিই ত্রাণ, বাঁচা-মরার অভিধান
দেবতা তুমি, পরমেষ্ট, সর্বশক্তিমান।।


              (২)


কুরুতে গঙ্গা সাগর গমনম্...


গঙ্গা যাও বা গঙ্গাসাগর, কর পুণ্যস্নান
অবিরত কর ব্রত অথবা মহাদান
ব্রহ্মজ্ঞান বিনা মুক্তি কভু নাহি মেলে
জন্মে জন্মে বার বার এলে আর গেলে।।


.....................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক ক্ষুদ্র প্রয়াস।