(৭)


নিত্যানন্দং পরমসুখদং কেবলং......


তুমি নিত্য আনন্দময় পরম সুখদাতা
মুর্তিমান জ্ঞান তুমি জীবের পরিত্রাতা।
তুমি এক তুমি নিত্য সর্বভূতে চিরসত্য
ত্রিভূমের সাক্ষীসত্তা তুমি ত্রিগুণরহিত।
অমলিন অবিচল গগন সমান তুমি
ভাবাতীত পরব্রহ্ম, তোমাকে প্রণমি।


                          (৮)


সর্বেত্র সুখিনঃ ভবন্তু......


বিশ্বের সকল জীব চিরসুখী হোক
সুস্থ থাক সকলেই ভুলে দুঃখ-শোক।
সবাই সব জিনিষের দেখুক শুভ দিক
"ওম্ শান্তি" মধুমন্ত্রে ভরুক চারিদিক।


............................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক ক্ষুদ্র প্রয়াস।