(১১)


আনন্দাদ্ধেব খল্বিমানি ভূতানি জায়তে
আনন্দেনা জাতানি......    (উপনিষদ্)
            ----------


আনন্দস্বরূপ তিনি সর্ব ভূতে ব্যাপ্ত
আনন্দেরই মাঝে বিশ্ব আছে অভিদীপ্ত।
এ জগতে যাহা কিছু পরিদৃশ্যমান
নয়নের অগোচরে যাহা বর্তমান
আনন্দেরই বীজ আছে সবেতে নিহিত
সৃষ্টি-স্থিতি-লয় সেই আনন্দে বিধৃত।
সকলে আমরা তাই সদা সব কাজে
মন প্রাণ ঢেলে দিই আনন্দেরই খোঁজে।


........................................................................
                          (১২)


বেদাহমেতং পুরুষং মহান্তম্
আদিত্যবর্ণং.........     (উপনিষদ্)
           ------------


আঁধারের পরপারে কোটি সূর্যসম
দেখিয়াছি অত্যুজ্জ্বল পুরুষ অনুপম।
ধ্যানে জ্ঞানে সর্বক্ষণে জানো তার দীপ্তি
অন্য কোন পথ নাই তাতেই বিমুক্তি।


..................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক ক্ষুদ্র প্রয়াস।