(১৭)


ন তত্র সুর্যো ভাতি ন চন্দ্রতারকং
নেমা বিদ্যুতো ভান্তি.........(উপনিষদ)
        ------------------------


তারে, সুর্যের প্রখর দ্যুতি আলোকিতে নারে
        চন্দ্র-তারা অতি তুচ্ছ কী করিতে পারে।
        বিদুৎও নিষ্প্রভ সেথা, অগ্নি নিরুত্তাপ
        তাহারি জ্যোতিতে সবে পায় আলো-তাপ।
..................................................................


               (১৮)


উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাণ নিবোধত
ক্ষুরস্য ধারা নিশিতা.........(উপনিষদ)
         -------------------------


ঘুমায়ে থেকো না আর মহামূল্য প্রাণ
ওঠো জাগো সদ্গুরুর কর হে সন্ধান।
ব্রহ্মবিদ্যা লাভ করো, চলো লক্ষ্যপানে
শাণিত ক্ষুরের ন্যায় এই পথ জেনে।
এক মনে স্থির চিত্তে এ পথে যে চলে
গুরুর কৃপাতে তার ব্রহ্মপদ মেলে।


.....................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।