(১৯)


আত্মানং রথীনং বিদ্ধি শরীরং রথমেব তু
বুদ্ধিং সারথিং বিদ্ধি...............(উপনিষদ)
    -------------------------------


শরীর রথের সমান আরোহী এতে আত্মা
নিজে আত্মা নির্বিকার, কেবল সাক্ষীসত্ত্বা।
বুদ্ধি সারথির  সমান  রথের  চালক
মন রূপী লাগাম সেথা পূর্ণ নিয়ন্ত্রক।
দশ অশ্ব দশেন্দ্রিয় দশ দিশা চলে
নিয়ন্ত্রণ করে মন সংযম-এর বলে।


......................................................................


                    (২০)


যা তে তনূর্বাচি প্রতিষ্ঠাতা যা শ্রোত্রে যা চ চক্ষুষি
যা চ মনসি সন্ততা শিবাং................(উপনিষদ)
         -------------------------------------


বলি যাহা, শুনি যাহা, দেখি যাহা যবে
"তুমি"-ময় সবকিছু যেন বুঝি অনুভবে।
সর্ব অভিব্যক্তির মোর তুমি মধ্যমণি
তোমার কৃপায় যেন তোমাকেই মানি।
মানস ভাবনা যেন শুভ পথ ধরে
প্রধাবিত হয় প্রভু মঙ্গলের তরে।


........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।