(২৩)


বৃহচ্চতদিব্যচিন্ত্যরূপং সূক্ষ্মাচ্চ তৎ সুক্ষ্মতরং বিভাতি
দূরাৎ সুদূরে তদিহান্তিকে চ............(উপনিষদ)
       -------------------------------


ব্রহ্ম এত বৃহৎ যে,  নয় মরিমাপ্য
সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সবেতেই দীপ্য।
দূর থেকে আরও দূরে সুদূরে বিরাজমান
আবার, অন্তরের অন্তস্তলে করেন অবস্থান।
তাঁর খোঁজে বাহির বিশ্বে বৃথাই গমন
মনোভূমি তাঁরই আলোয় কর প্রজ্জ্বলন।
...........................................................................


                  (২৪)


তিলেষু তৈলং  দধিনীব সর্পিরাপঃ
স্রোতঃস্বরণিষু চায়ি.........(উপনিষদ)
           ---------------------------------


তিলের মধ্যে তৈল থাকে নাহি হয় দৃষ্ট
তেল যদি পেতে চাও কষ্ট করে পিষ্ট।
দধিতেই ঘৃত থাকে দেখা নাহি যায়
মন্থন করিলে তবে নিষ্কাশিত হয়।
অন্তরেই পরমাত্মা সদা বিরাজিত
নিষ্ঠাসহ সাধনায় হন প্রকাশিত।
...............................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।