(২৫)


অন্ধং তম প্রবিশ্যন্তি যেবিদ্যামুপাসতে...(উপনিষদ)
        -------------------------------


যে করে আজীবন শুধু অবিদ্যাসাধন
তমসার অতলে তার হয় যে পতন।
কেবলি বিদ্যার সাধনাও অভিপ্রেত নয়।
বিদ্যাবিদ্যার সামঞ্জস্যে জীবন সফল হয়।
  .............................................


                      (২৬)


অপাণিপাদো জবনো গ্রহীতা.........(উপনিষদ)
        -------------------------------------


পরমব্রহ্ম নিরাকার, পদহস্ত নাই
তবু তিনি সর্বগামী যান সর্ব ঠাঁই।
চক্ষু-কর্ণ না থাকিলেও সর্বজ্ঞ তিনি
দেখেন শোনেন সেই পুরুষ অগ্রণী।


.............................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।