(৩৩)


নৈষা তর্কেন মতিরাপনেয়.....(উপনিষদ)
    --------------------------------------


নচিকেতাকে ঋষি কহেন শোন শুভময়
তর্ক দ্বারা সৎ-বুদ্ধির না হয় উদয়।
তোমার মধ্যে আজ যাহা পরমার্থ জ্ঞান
প্রকৃত আচার্য-জ্ঞানী করেছেন দান।
তোমার মত বুদ্ধি-জ্ঞান যে করে সন্ধান
যথার্থ আচার্য তারে দেন যে নিদান।
.....................................................................


                     (৩৪)


পুরুষং এবেদং সর্বং......(উপনিষদ)
      ----------------------------------------


ভূত-ভবিষ্যৎ-বর্তমানের অধীশ্বর তিনি
তাঁরই অন্ন ধারণ করি বিশ্বে যত প্রাণী।
যাহা ছিলো, যাহা আছে, যাহা কিছু হবে
সব কিছুর নিয়ন্ত্রক তিনিই এই ভবে।
...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।