(৩৭)


য একো বর্ণো বহুধা শক্তি ..........(উপনিষদ)
    --------------------------------------


জ্যোতির্ময় পরমব্রহ্ম এক ও অবর্ণ
সৃষ্টি করে চলেছেন বিশ্বের যত বর্ণ।
কালান্তে সব কিছু লীন হবে তাঁতে
সংযুক্ত হোক বুদ্ধি সঠিক শুভপথে।
.....................................................................


                     (৩৮)


ঈশাবাস্য মিদং সর্বং......(উপনিষদ)
      ----------------------------------------
এ সংসারে যদিও সব অনিত্য অসার
সবেতেই পরিব্যাপ্ত আছেন সারাৎসার।
অকারণে ত্রিভুবনের সম্পদের প্রতি
আকৃষ্ট না হয়ে তুমি ইষ্টে দাও মতি।
ত্যাগব্রতী হয়ে লাগ আত্মজ্ঞান লাভে
সব কিছু পাবে তুমি তাঁকে যবে পাবে।


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।