(৩৯)


সত্যমেব জয়তে নানৃতং..........(উপনিষদ)
    --------------------------------------


মহাবিশ্বের সবকিছু সত্যেই আধৃত
পরিণামে সত্যেরই জয় চিরসত্য।
সত্যদ্রষ্টা মুনিঋষি সত্য পথে চলে
লভিয়াছেন পরম সত্য সাধনার বলে।
আজীবন যে জন চলে সত্য পথ ধরে
জয় তার অনিবার্য সদা সর্বস্তরে।


.....................................................................


                     (৪০)


একো দেব সর্বভূতেষু গূঢ়......(উপনিষদ)
      ----------------------------------------
এক দেব সর্বভূতে সদা পরিব্যাপ্ত
সকল আত্মার মাঝে তিনি বিরাজিত।
যাহা কিছু কর্মযজ্ঞ সম্পাদিত হয়
তিনিই এক কর্মাধ্যক্ষ কর্তা সর্বময়।
সর্বসত্তায় থেকেও তিনি নির্গুণ নিরাভাস
ত্রিগুণ বাঁধিতে নারে, প্রকৃতি তাঁর দাস।
...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।