(৪৩)


সত্যলোকে নিরাকারা মহাজ্যোতি ......(উপনিষদ)
    --------------------------------------


নির্গুণ নিরাকার ব্রহ্ম যদিও নিষ্কল
সৃষ্টি যেথা শুরু সেথা তিনি যে স-কল।
এক অঙ্কুরিত চনকের আবরণ ফেলে
সম্পৃক্ত অবস্থায় সেথা দুই দল মেলে।
সগুণ অবস্থায় ব্রহ্মের তেমনই স্বরূপ
শিব-শক্তি এই দুয়ের সমন্বিত রূপ।
.....................................................................


                     (৪৪)


ফলিষ্যতীতি বিশ্বাস সিদ্ধে্র্প্রথম.......(উপনিষদ)
      ----------------------------------------
জীবনে সাফল্যলাভের ছ'টি মূল কথা
গভীর বিশ্বাস লক্ষ্যে, প্রথম বারতা।
দ্বিতীয়তঃ হতে হবে অটুট শ্রদ্ধাবান
তৃতীয়তঃ দিশা পেতে সদ্গুরু মহান।
চতুর্থতঃ ধীর স্থির মনের সাম্য স্থিতি
পঞ্চমতঃ সংযমশীল মনের পরিণতি।
ষষ্ঠতঃ প্রমিতাহার সত্ত্বগুণে ঋদ্ধ
সপ্তমতঃ আর কিছু নাই অনিরুদ্ধ।
...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।