(৪৫)


মন্ত্রার্থং মন্ত্রচৈতন্যং যো ন জানাতি.....(উপনিষদ)
    --------------------------------------


মন্ত্র নিছক শব্দ নয় ভাবের সমাহার
ইষ্টমন্ত্রে গুরু করেন শক্তির সঞ্চার।
ভাব যদি হৃদয়েতে না ধরিতে পার
বৃথা যাবে মন্ত্র জপ শত লক্ষ বারও।
.....................................................................


                     (৪৬)


যাবন্ন ক্ষীয়তে কর্ম শুভঞ্চাশুভমেব চ.....(উপনিষদ)
      ----------------------------------------
শুভ-অশুভ সব কর্মেরই ফল ভুগতে হয়
ভালো অথবা মন্দ সংস্কার যদি না হয় ক্ষয়।
শেকল সোনার হোক অথবা তা লোহার
দু'য়েতেই বন্ধন আছে নাহি যে উদ্ধার।
সর্বকর্ম প্রভুপদে যে করে অর্পণ
বদ্ধ নাহি করে তারে সংস্কার বন্ধন।

...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।