(৪৭)


কলৌ শয়ানো ভবতি সন্দিহানস্তু.....(উপনিষদ)
    --------------------------------------


কলি-দ্বাপর-ত্রেতা-সত্য চার যুগ যে জানি
কেবল কালসীমা নয়,মনেরও স্থিতি মানি।
জীবন চেতনা যবে জাগে নাই মনে
কলি যুগ তাকে মোরা বলি জগজ্জনে।
তারপর চেতনার উন্মেষ যবে হয়
সে' সময়কে দ্বাপর যুগ সকলেই কয়।
কর্তব্যসাধনে ব্রতী যবে হয় মন
জীবনেতে ত্রেতা যুগ হয় উত্তরণ।
নিষ্ঠাসহ লক্ষ্যপানে দ্রুতপদে চলা
সবে জেনো তাহাকেই সত্যযুগ বলা।
.....................................................................


                     (৪৮)


ঈদং তীর্থং মিদং তীর্থং.....(উপনিষদ)
      ----------------------------------------


বাহির বিশ্বে তীর্থে তীর্থে ভ্রমে ভ্রান্তজন
আত্মজ্ঞান বিনা মুক্তি হইবে কেমন!


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।