(৪৯)


অসিত গিরি সমং স্যাৎ কজ্জ্বলং....(উপনিষদ)
    --------------------------------------


যদি মহাসিন্ধু মস্যাধারে বিশাল হিমালয়
কালির বড়ি ভেবে তাতে করা হয় লয়
পারিজাত বৃক্ষে যদি লেখনী তৈরী হয়
কাগজের পৃষ্ঠা হয় বিপুল ধরাময়
যদি বিদ্যাদেবী অনন্তকাল করেন লিখন
ঈশ্বরের গুণগাঁথা না হয় বর্ণন।
  
.....................................................................


                     (৫০)


যতো বিশ্ব সমুদ্ভূতং যেন জাত......(উপনিষদ)
      ----------------------------------------


যেথা হইতে মহাবিশ্ব হয়েছে উদ্ভূত
যাহাতে সমস্ত কিছু রয়েছে আধৃত
কালান্তে যার মধ্যে সব হবে লীন
তিনিই পরমব্রহ্ম সব তাঁরই অধীন।


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।