(৫৩)


শান্তো দান্তঃ কুলীনশ্চ বিনীত...(প্রকৃত গুরু কে?)
    --------------------------------------


শান্ত-দান্ত-মহাকৌল শুচিশুদ্ধ বেশ
প্রতিষ্ঠিত কর্মক্ষম সুবুদ্ধি অশেষ
তন্ত্র মন্ত্র সাধনায় অন্তহীন জ্ঞান।
আদর্শ সংসারী পুরুষ সাম্যে মহান।
শাসনে সোহাগে শিষ্যে আনেন শুভপথে
ইনিই প্রকৃত গুরু কহে শাস্ত্র মতে।
  
.....................................................................


                     (৫৪)


মনসা কল্পিতা মূর্তিণৃনাম্......(তন্ত্রসার)
      ----------------------------------------


মূর্তি কভু নাহি হয় মুক্তির কারণ
কল্পনায় মনোমাঝে তার যে সর্জন।
বসে বসে কেহ যদি ভাবে নিজে রাজা
বাস্তবে তা অসম্ভব স্বপ্নে দেখা সোজা।


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।