(৫৫)


বালক্রীড়নবৎ সর্বং রূপনামাদিকল্পনম্..(মহানির্বাণ তন্ত্র)
    --------------------------------------


অনন্ত অরূপ ঈশ্বর অজ্ঞাত অধরা
রূপে নামে তাঁরে বাঁধা, ছেলেখেলা করা।
কেবল ভক্তি সহকারে ব্রহ্ম সাধনায়
মুক্তিলাভ সম্ভব হয় সংশয় নাহি তায়।


.....................................................................


                     (৫৬)


মৃচ্ছিলাধাতুদার্বাদি মূর্তাবীশ্বরবদ্ধয়......(মহানির্বাণ তন্ত্র)
      ----------------------------------------


মাটি পাথর ধাতু কাষ্ঠে গড়ে মূর্তিরূপ
প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রে বদ্ধ হন কি অরূপ।
যত কর কৃচ্ছ্রসাধন তপস্যা কঠোর
নিরাকার সাধন বিনা মুক্তি যে দুষ্কর।
...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।