(৫৭)


ঘৃণা-শঙ্কা-ভয়ং লজ্জা-জুগুপ্সা...(ভৈরব যামল তন্ত্র)
    --------------------------------------


ঘৃণা,শঙ্কা, ভয়, লজ্জা, কুল, শীল ও মান
সেই সঙ্গে জুগুপ্সা হল বন্ধন সমান।
অষ্টপাশের এই বন্ধন সাধককে প্রতি পলে
সাধনায় বাধা দেয় সদা বেঁধে ফেলে।
.....................................................................


                     (৫৮)


মথিতা চতুরো বেদান সর্বশাস্ত্রাণি......(জ্ঞান সঙ্কলিনী তন্ত্র)
      ----------------------------------------


চার বেদ ও সর্বশাস্ত্র করিয়া মন্থন
যোগীগণ সারবস্তু করেন আস্বাদন।
শাস্ত্রার্থ নিয়ে পণ্ডিত করেন তর্ক-গোল
যোগীরা সব মাখন খান পণ্ডিতে খান ঘোল।


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।