(৬১)


ন মুক্তি শাস্ত্রব্যাখ্যানে...
    --------------------------------------


মুক্তি নাহি শাস্ত্রব্যাখ্যায় হও যত বিদ্বান
বিধিবদ্ধ পূজাপাঠেও নাহি পরিত্রাণ।
ভক্তি-নিষ্ঠা সহ কেবল ব্রহ্ম সাধনায়
মুক্তি মেলে অবশ্যই সংশয় নাহি তায়।
.....................................................................


                     (৬২)


প্রভুমীশমনীশমশেষগুণম্ ......(শিবাষ্টকম)
      ----------------------------------------


সকলের প্রভু যিনি সবার ঈশ্বর
গণ আভরণ যাঁর, নির্গুণ গুণধর
যুদ্ধে যিনি জয় করেন দুর্জয় দৈত্যপুরী
কল্পতরু সেই শিবকে আমি প্রণাম করি।


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।