(৬৩)


মা শব্দাদ্রসনা জ্ঞেয়া তদংশান (তন্ত্রসার)


    --------------------------------------


"মা" শব্দের নানা অর্থ, এক অর্থ জিহ্বা
"অংস" মানে বাচনভঙ্গি, জিভের ক্রিয়া বহ্বা।
"মা"র সঙ্গে অংস জুড়লে "মাংস" শব্দ হয়
যার অর্থ বাচনক্রিয়া অন্য কিছু নয়।
"মাংস-সাধক" তারেই বলে বাক্যে সংযম যার
অপব্যাখ্যা করে চতুর করে মাংসাহার।
.....................................................................


                     (৬৪)


মনো করোতি পাপাণি......(তন্ত্রসার)
      ----------------------------------------


পাপ কর্মে লিপ্ত থেকে পাতকী হয় মন
পাপ-পুণ্য দূরে রাখে ব্রহ্মের চিন্তন।


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।