(৬৫)


আত্মমোক্ষার্থং জগদ্ধিতায় চ (শিবোক্তি, নিগম)


    --------------------------------------


আত্মমোক্ষ লাগি কর ঈশ্বর সাধনা
সেই সঙ্গে জীব সেবা জগৎ হিতৈষণা।


.....................................................................


                     (৬৬)


সর্বে চ পশবঃ সন্তি তলবদ্......(রুদ্রযামল তন্ত্র)
      ----------------------------------------


প্রথমাবস্থায় মানুষ পশুভাবে থাকে
জ্ঞানোদয় হলে মনে বীরভাব জাগে।
বীরভাবে সাধনার দ্বারা নিরন্তর
দেবভাবে উত্তরণ হয় অতঃপর।
...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।