(৬৭)


যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত.....(শ্রীমদ্ভগবদ্গীতা)
      ----------------------------------------


শ্রীকৃষ্ণ কহেন অর্জুন শোন মোর বাণী
মর্ত্ত্যলোকে নেমে আসি ধর্মে হলে গ্লানি।
দুষ্টে দমন শিষ্টে পালন করিবার তরে
ধর্মের স্থাপন হেতু আসি বারে বারে।


                     (৬৮)


ইদং মানুষং সর্বেষাং ভূতানাম্ মধ্বস্য (সুভাষিত সংগ্রহ)


    --------------------------------------


পঞ্চভূতে যাহা সৃষ্ট এই বিশ্বময়
সকলই মধুতে ভরা সবই মধুময়।
মানুষ জগতে চলে আপন ছন্দে রসে
বিশ্ব চলে উৎসারিত পরম ভূমারসে।
স্ব-রস যে এক করে দেয় পরমরসে
নিজে আনন্দ পায় সবে আনন্দে উদ্ভাসে।
.....................................................................


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।