(৭৩)


বাসাংসি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহ্ণাতি.....(শ্রীমদ্ভগবদ্গীতা)
      ----------------------------------------


বাসা যবে জীর্ণ হয় পক্ষী ত্যাগ করে
নব নীড় রচে পুনঃ যত্ন সহকারে।
মানব শরীরও যবে জীর্ণ শীর্ণ হয়
আত্মা তারে ত্যাগ করে নব জন্ম লয়।


                     (৭৪)


নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ...(শ্রীমদ্ভগবদ্গীতা)


    --------------------------------------


হেন অস্ত্র নাহি যাহা আত্মা খণ্ড করে
অগ্নিও তাহাকে কভু জ্বালাতে না পারে।
নীরে সিক্ত নাহি হয় মলয়ে বিশুষ্ক
অজর অমর আত্মা চির-নিষ্কলঙ্ক।
.....................................................................


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।