(৭৫)


কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন.....(শ্রীমদ্ভগবদ্গীতা)
      ----------------------------------------


কর্মে অধিকার আছে কর্মফলে নাই
ফললোভে কর্ম কভু করো নাকো তাই।
কর্ত্তৃত্বের অভিমান করিয়া বর্জন
সর্বকর্ম প্রভুপদে কর সমর্পণ।


                     (৭৬)


দৈবী হ্যেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া...(শ্রীমদ্ভগবদ্গীতা)


    --------------------------------------


মায়াতে আচ্ছন্ন এই জগৎ সংসার
নিজের চেষ্টায় কভু হবে না উদ্ধার।
তাঁর চরণকমলতলে শরণ নিলে তবে
তাঁরই কৃপায় মায়া থেকে মুক্ত হবে ভবে।
.....................................................................


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।