(৭৭)


সর্বধর্মান্ পরিত্যাজ্য মামেকং শরণং.....(শ্রীমদ্ভগবদ্গীতা)
      ----------------------------------------


কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন দ্বিধাগ্রস্ত
স্বজনদের হত্যা করে হবেন কি ধর্মচ্যূত!
শ্রীকৃষ্ণ তখন বলেন শোন হে নন্দন
সর্বধর্ম ত্যাগ করে আমাতে নাও শরণ
আমি তোমায় রক্ষা করবো সকল পাপ হতে
মুক্তি মোক্ষ হবে তোমার সন্দেহ নাই এতে।


                     (৭৮)


জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুবং...(শ্রীমদ্ভগবদ্গীতা)
    --------------------------------------


এই প্রপঞ্চ মানব দেহ সংস্কার ভোগ হেতু,
জরাজীর্ণ হয়ে গেলে সুনিশ্চিত মৃত্যু।
জন্ম হলেই মৃত্যু হবে অমোঘ এই রীতি
তবে কেন অকারণ এত মৃত্যুভীতি।


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।