(৮১)


শ্রেয়ান্ স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ ভয়াবহঃ.....(শ্রীমদ্ভগবদ্গীতা)
      ----------------------------------------


ধর্ম মানে যে গুণ নিহিত থাকে সত্তায়
আগুনের ধর্ম যেমন সুপ্ত দাহিকায়।
মানুষের গুণধর্ম আত্মিক সাধনা
মনুষ্যেতর পরধর্মে নাই সে এষণা।
মৃত্যু যদি হয় হোক ধর্ম সাধনায়
পরধর্ম ভয়াবহ দুঃখ যন্ত্রণায়।


                     (৮২)


অপি চেৎ সুদুরাচারী ভজতে মামন্যভাক....(শ্রীমদ্ভগবদ্গীতা)
    --------------------------------------


সুদুরাচারীও যদি এক মনে প্রাণে
আমার ভজনা করে সদা সর্বক্ষণে
ভয়ের বন্ধন থেকে পায় সে বিমুক্তি
সর্ব পাপ দূর হয় জাগে মনে ভক্তি।


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।