(৮৩)


নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ....(বিষ্ণুপুরাণ)
      ----------------------------------------


একদা নারায়ণকে নারদ প্রশ্ন করিলেন
প্রভু, কোথায় নিবাস তব কোথায় থাকেন?
শোন নারদ থাকি না আমি বৈকুণ্ঠ ভুবনে
অথবা নীরস শুষ্ক যোগির মনোবনে।
মহানন্দে থাকি আমি সেই পুণ্যস্থানে
আমার ভক্তরা যেথা মাতে সংকীর্তনে।


                     (৮৪)


সমঃ শত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়োঃ ..(শ্রীমদ্ভগবদ্গীতা)
    --------------------------------------


যার কাছে শত্রু মিত্র দুই-ই সমান
স্থির থাকে সম্মান পাক অথবা অসম্মান।
শীত-গ্রীষ্ম সুখ-দুঃখে সদা অবিচল
নিন্দা অথবা প্রশংসায় থাকে অচঞ্চল।
সংসার মায়ায় যার নাহি মোহাসক্তি
স্থির চিত্তের সেই ভক্ত আমার প্রিয় অতি।


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।