(৮৭)


ওঁ নমস্তে সতে সর্বলোকাশ্রয়ায় নমস্তে চিতে...(মহানির্বাণতন্ত্র)
      ----------------------------------------


সর্বলোকাশ্রয় তুমি তোমাকে প্রণাম
তোমাতে আশ্রিত আছে এই ধরাধাম।
নাই তব পরিবর্তন তুমি সৎস্বরূপ
সবাকার মুক্তিদাতা নির্গুণ ও অরূপ।
অদ্বৈত অদ্বিতীয় তুমি এই ত্রিসংসারে
তোমার চেতনা ব্যাপ্ত বিশ্ব চরাচরে।
সুখে দুঃখে তোমাতেই শরণ সবে চায়
আদি-অন্তে তোমাকেই সকলে খুঁজে পায়।
স্রষ্টা তুমি এ জগতের তুমিই পালক পিতা
সংহারও তুমিই কর তুমি সবাকার ত্রাতা।
ভয়েরও ভয় তুমি ভীষণ ভয়াল
তুমি শ্রেষ্ঠ সারাৎসার পরম দয়াল।
তুমি নিত্য, তুমি সত্য সর্ব রূপে অভিব্যক্ত
ইন্দ্রিয়ের অতীত তুমি অগম্য অব্যক্ত।
অচিন্ত্য অনন্য তুমি  শাশ্বত অক্ষয়
সকল জীবের তুমি পরম আশ্রয়।
তোমায় স্মরি, তোমায় ভজি তুমিই তরণী
তোমার চরণে আশ্রয় নিরাপদ জানি।


(৮৮)


ইদম্ তীর্থম্ ইদম্ তীর্থম্ ভ্রমন্তি তামস জনাঃ (তন্ত্র)
------------------------------------------


তীর্থে তীর্থে বৃথা ঘুরে ফিরে তমোমন
আত্মতীর্থ বিনা মুক্তি হইবে কেমন।



                    
...........................................................................



ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।