আলোয় ডোবা বিশ্বভুবন
আলোয় মাখা শরীর মন
আলোর যে আজ মেলা বসেছে
তোমায় জানাই নিমন্ত্রণ।


নিকষ নিশির তমোবনেই
হাসে ভোরের তপোবন
কালো মানেই আলোর অভাব
করো আলোর আরাধন।


আলোয় মেতে আলোর দেশে
আলোয় আমি স্নান করেছি
আনন্দেরই অনিন্দ্যরূপ
আলোয় আমি পান করেছি।


আলোরই আনন্দলোকে
আমার শুরু মানস যাত্রা
সেই লোকেতেই শুনতে যে পাই
চির অমোঘ শান্তি বার্তা।


এসো এসো এসো সবাই
আলোর দেশে যাই চলে যাই
ত্রিভুবনে আর কোথাও
এমন অমল আনন্দ নাই।