আজ ব্রহ্মকমল ভাবে উচ্ছল
মানস সরোবরে
কোথা তুমি আজ এসো মনোরাজ
এসো মোর আঁখিধারে।


মধুমাসে বয় দখিনা পবন
শুনি মধূপের মধুর স্বনন
মধুমাখা এই স্নিগ্ধ সকালে  
করি আমি অনুনয়
মনের মাঝারে দাও ধরা দাও
ওগো মোর মধুময়।


আগুন লেগেছে পলাশের বনে
ঢেউ খেলে যায় মনের কাননে
উতলা হৃদয় মানে না যে বাধা
ঘর ও বাহির করি
আর দেরী নয় এসো মনোময়
মোহন মূরতি ধরি।