জীবনের সমস্ত ভাব-ভাবনায়
ব্রহ্মমধুর প্রলেপ মেখে নাও
মানসক্ষেত্রে অঙ্কুরিত সমস্তবৃক্ষই
ফুলে-ফলে নন্দনদীপ্ত হয়ে উঠবে।


মনে হবে কে দরিদ্র কে-ই বা ধনী,
কে বিরাট মূর্খ কে-ই বা মহাজ্ঞআনী
সমদৃষ্টির উজ্জ্বল আলোয় দেখবে
সকলেই সমান ভাবে উদ্ভাসিত।


ব্রহ্মমধুর প্রলেপ মেখে নাও
আহারে বিহারে ব্যবহারে
দেখবে নিমফুলও মিষ্টি লাগবে
শত্রুও মিত্র মনে হবে তোমার আচারে।


ব্রহ্মমধুর আসব মেখে নাও
দেহে মনে আত্মায় ধ্যান-ধারণায়
সবার মাঝেই খুঁজে পাবে তবে
পরম অভীষ্টকে দৃকচেতনায়।