মহাকাল যদি ডাকে
চলে যাবো এখনই
বিশ্বের যে কোন কোণে
যাবো আদেশ মতই।


এই মাটি এই জল
জননীর স্নেহকোল
মায়া-মমতায় ফোটা
জীবনের শতদল...


সহজে ভোলার নয়
এই কথা জানি
তবু নিয়মের অনিয়ম
কভু নয় মানি।


যে আসে সে যায়
কেউ আজ কেউ কাল
তবে কেন বৃথা রচা
মিথ্যা এ মায়া-জাল।


ত্রিভুবনে তুমি আছো
সর্বভূমে বিরাজিছো
বাঁচি এই ভরসায়
হৃদিমাঝে তুমি নাচো।


যখন যেখানে যাবো
তোমাকে পাবোই পাবো
তৈরী আছি ভয় নেই
ডাকিলেই চলে যাবো।