চাঁদের আলোয় ভরা আকাশ
গন্ধে ম ম বাতাস
আসছে কি আজ মনের মানুষ
ছড়িয়ে মধুর সুবাস।


আসছে সে জন আসছে
আলোর ভেলায় আসছে
চৈতী সাঁঝে মনের ময়ূর
পেখম তুলে নাচছে।


কত শত  জনম-মরণ
করেছি আমি তারই মনন
বিরহের অশ্রুজলে
ভেসেছে এই দু" নয়ন।


আনো ফুল বেদি সাজাই
তারই রঙ্গে মনকে রাঙ্গাই
রাজার বেশে আসবে সে যে
মনেতে মধু মাখাই।


আসবে গো সে  আসবে
সকল কালো নাশবে
আলোয় আলোয় ভরিয়ে ভুবন
আমায় ভালো বাসবে।