পৃথিবীর ভালোবাসা ভাগ হয়ে যায়
এক থেকে দু"য়ে, দুই থেকে তিনে
তারপর শ'য়ে শ'য়ে--দিনে দিনে।


ছেলে আগে আমাকেই ভালোবাসতো
এখন তার স্ত্রী-পুত্র-পরিবার ঘিরেই
স্বপ্ন-সৌধের সরণী সৃষ্টি।
মেয়েও তো বাপ বলতেই পাগল ছিলো
বিয়ের পর স্বামীই তার আপন হলো
শ্বশুর-শাশুড়ী ননদ নিয়ে নতুন করে ঘর বসালো।


খণ্ড-বিখণ্ড ভালোবাসার অসহ্য যন্ত্রণায়
জর্জর  মন নিয়ে কোনরকম বেঁচে আছি।
আকাশের নীল এখন বিষ মনে হয়
পদ্ম-মধুও তিতকুটে লাগে।


তবে নিরাশ হওয়ার কারণ নেই
ঈশ্বরপ্রেম কিন্তু অক্ষয় অব্যয়
ভালোবাসায় আলোকোজ্জ্বল।
অমাবস্যার কালো তাকে ছুঁতে পারে না
কালের করাল কায়া তাকে গ্রাস করে না।


সেই প্রেমের আকর্ষণেই তো
জীব ছুটে চলেছে শিবের পানে
রাধা আনমনা হয় কৃষ্ণের বাঁশী শুনে
কুমুদ রাত রাত জাগে নিশামণির টানে।