বিহান বেলায় লাল ঢং আর সাঁঝের বেলায়  সবুজ সং
জোটে জোটেও পায়ে পা ফেলি বদলে ফেলি নিজের রং।


কলার ধরে ধমক দিয়ে বাখান দিয়ে শাসিয়েছি
ভোট না দিলে লাশ পড়বে কানে কানে বলে এসেছি।


জল-বাতাসা খাইয়ে দিয়ে রক্ত ছটার উল্লাসে
পাড়ায় পাড়ায় দাপিয়েছি বউ মরেছে সন্ত্রাসে।


ছেঁদো কথা বিবেক বুদ্ধি সব সঁপেছি  পার্টির  পায়ে
দেখতে থাকো পাঁচ বছরের পাক্কা হিসাব গায়ে গায়ে।


ঘরে আগুন পুকুরে বিষ এসব এখন তুচ্ছ খেলা
পাপ-পুণ্য দ্বেষ-বিদ্বেষ বোকা তুমি বকোনা মেলা।


এসব নাটক করতে হবে, করতে হয় পেটের দায়ে
তা না হলে বাঁচা যে দায় ছেলে মেয়ে আর বউ নিয়ে।


ভোটের পরে হিসাব হবে ইঞ্চিতে আর ইঞ্চিতে
সেই হিসাবে দেখতে গেলে এসব এখন কিঞ্চি্ৎ-এ।