মৃত্যুর আগে বা পরে কী হয়!
জানিনা বলেই তো ভয় পেয়ে যাই
আশির অশিতীপরও বাঁচতে চায়
শ্বাস চায় মৃত্যুশয্যার মানুষও।


ভুত বলে আসলে তো কিছুই নেই
এই বোধ আমাদের নেই বলেই তো
নির্জন অন্ধকারে গা ছমছম করে
দিনের বেলায়ও মেরে ফেলি
জ্বলজ্যান্ত বুড়িমাকে ডাইনী অপবাদে।


বাধাতো  অগ্রগতিরই সহায়ক
তাই বাধার বিরুদ্ধে বুক চিতিয়ে
দাঁড়াতে না পারলেই কাঁপতে হবে
ঠকঠক করে অশক্ত পায়ে।
তাই তো জীবন মানেই সংগ্রাম।


ভয়কে ভালোবাসতে হবে
মৃত্যুকে ভালোবাসতে হবে
ভালোবাসতে হবে জীবনচক্রে
মাথা তুলে দাঁড়ানো সমস্ত বাধাকে
জয় তা হলে অবশ্যই হবে।