তোমার চরণ ডুবে থাক মোর
গভীর মর্ম-সিন্ধুতে
সব দ্যোতনায় সব প্রেষনায়
ধ্যানের স্বর্ণ-বিন্দুতে।


জ্যোৎস্নাস্নাত বসন্ত রাতে
অথবা অমার আঁধারে
নীরব চরণে থেকো মনোরাজ
স্নিগ্ধ শরৎ শিশিরে।


বরষার রাতে বজ্র আঘাতে
ঝঞ্ঝা ক্ষুব্ধ চিতে
হেমন্তেরই হিমেল মলয়ে
রেখো সে চরণ পাতে।


কর্মক্লান্তি সুখ ও শান্তি
যত মোর অভিব্যঞ্জনা
রঞ্জিত হোক সে রাঙা চরণে
শুধু এই মোর প্রার্থনা।