পূজো মানেই নোতুন কাপড় বর্ণমেলার বাহার
শিউলি সুবাস গায়ে মেখে রকমারি সব আহার।


বাঁধন ছেঁড়া মন ছুটে যায় মাঠ ভরা কুশ-কাশে
কাজলা দিঘির রক্তপদ্ম অরুণ আলোয় ভাসে।


আত্মীয়দের আসার আশায় আগ্রহে পথ চাওয়া
মায়ের হাতের নাড়ু মোয়া ক্ষীর পায়েস খাওয়া।


পূজো মানেই পাঁচফোড়নে খিচুড়ির গরম ধোঁয়া
হাতে বওয়া লাবড়ার রস চটপট চেটে নেওয়া।


পূজা মানে নীলাকাশে সাদা মেঘের ভেলা
হই-হুল্লোড় উল্লাস আর পড়ায়  অবহেলা।


পূজা মানেই ধূনুচি নাচ তাক ধিন তাক ধিন
আড় চোখেতে তাকিয়ে দেখা কে এলো অচিন।


আবহ মধুর আমেজ মধুর, মধুর পূজোর সুর
মধু'র চেয়েও আরো মধুর তার পায়ের নূপুর।


এরই মাঝে আছে রে ভাই আর এক আজবখানা
অনাথ আতুর খোঁজে যেথা এক এক করে দানা।


এসো না আজ এমন দিনে তাদের কথাও ভাবি
খুশীর দেশের এক টুকরো তাদের জন্যে রাখি।