অস্তেয়
(অচৌর্য)


পরদ্রব্য না বলিয়া নিয়ে নেওয়া জেনো
চুরি বলে, এমন আশা করোনা কখনো।
হাতে করেই চুরি করলে চুরি করা নয়
মনও যদি চুরি করে তবুও চুরি  হয়।  


ব্রহ্মচর্য
(ব্রহ্মম্ বিচরণম্ ইতি ইত্যর্থে ব্রহ্মচর্য)


ব্রহ্মে রত রাখো মন সদা সব কাজে
যখন যেভাবে থাকো জগতের মাঝে।
দৃশ্যাদৃশ্য জগতের সবই ব্রহ্মময়
সেই, ব্রহ্মভূমে বিচরণে ব্রহ্মচর্য কয়।