তুমি নিকষ  নিশীথে স্বর্ণপ্রদীপ
শুষ্ক মরুতে স্বাদু স্রোতধারা
নিরাশ  হৃদয়ে আশার সিন্ধু
প্রীতি যমুনায় ভাসাও এ ধরা।


সকল মনের  মণিদীপ তুমি
চিদাকাশে  তুমি ধ্রুবতারা
তোমাকে না বুঝে তোমাকে না খুঁজে
তোমাকে হারিয়ে হই দিশাহারা।


কাকে বা শোণাই মর্মের ব্যথা
অন্তরে জমা  যত যন্ত্রণা
তুমি ছাড়া আর কে বা বোঝে বল
আমার মনের ভাব ও ভাবনা।


তাই, তোমার চরণে ছুটে যাই আমি
মেখে নিই তব শ্রীচরণরজঃ
তুমিই যে মোর আরাধ্য দেব
মমতামদির মধুনিকুঞ্জ।