সহজ মনে সহজ পথে
চলা মোটেই সহজ নয়।
বক্রতারই চক্রজালে
পদে পদে পড়ার ভয়।


নাটক করে গোপন করি
সহজ সরল আসল রূপ
অন্তরেতে শয়তান পুষি
বাইরে দেখাই শুভ-স্বরূপ।


নিজের কুগুণ ভুলে থাকি
খুঁজতে থাকি পরের দোষ
লোকসমাজে পরে থাকি
ভদ্রতারই মিথ্যা খোলস।


সভ্যতারই মুখোষ পরে
অসভ্যতার সীমা ছাড়াই
নিজেই দিই নিজেকে ফাঁকি
ভবিষ্যতের চিন্তা নাই।


যে যা করুক যে যা ভাবুক
একজন আছে সবার উপর
যার মনেতে সবই ধরা
নিস্তার নাই মরারও পর।