তব, চরণস্পর্শ পেতে চাই আমি
আমার সর্ব দ্যোতনায়
অমাবস্যার নিকষ আঁধারে
শরতের মধু জোছনায়।


আহারে বিহারে স্বপনে-শয়নে
মনন-স্থৈর্যে সাধনায়
অলস প্রহরে অনলস ভাবে
চিদাকাশে আঁকা আল্পনায়।


মোর তুমিই ইষ্ট তুমি অভীষ্ট
ওগো মোর মনোময়
জ্যোতিবর্তিকা হাতে নিয়ে এসো
এসো হে জ্যোতির্ময়।


তোমারেই পূজি তোমাকেই খুঁজি
দিন রাত অনুক্ষণ
মোর সকল সত্তা হোক তুমিময়
ভরে থাকো দেহ-মন।