কমলকুঞ্জে অরুণ আলোকে
কে গো তুমি আজ নাচিয়া বেড়াও
মনের কাননে সুস্মিতাননে
ভৈরব রাগে ডাক দিয়ে যাও।


বল,
"এসো, এসো মোর পাশে বসো
ক্ষুদ্র বলয় ভেদিয়া
যা কিছু আচার অন্ধ বিচার
ফেল মন থেকে মুছিয়া"।


ক্ষুদ্রমতির আমি অনু কণা
বিদ্যাবুদ্ধি নাহি যে আমার
যুক্তি তর্ক শাস্ত্র মন্ত্র
জানি নাকো আমি ষড় উপাচার।
  
শুধু,
ভাবি তব কথা তোমারই বারতা
ভালোবাসি প্রাণ ঢেলে
এসো এসো আজ এসো মনোরাজ
এসো প্রীতি সুধা ঢেলে।