ছন্দে ছন্দে বাঁধিয়া রাখিব
            সে রাঙা চরণ প্রীতিডোরে
দিবস রজনী পল অনুপল
             যখন যা করি ভব সংসারে।


অশ্রু ধারায় ধোয়াব তাহায়
                  ফুলপল্লবে সাজাইব
মন-ময়ূরীর পেখম তুলিয়া
              রঙ্গে রঙ্গে তারে রাঙাইব।


যেতে নাহি দেব কোনখানে তারে
                 তুলিব না কানে কোন কথা
কত যে কেঁদেছি জনম জনম
                 বোঝে না সে মোর মর্মব্যথা!


কাঁদিব হাসিব বাঁচিব মরিব
                   সে চরণ বুকে জড়ায়ে
রাগে অনুরাগে করি আপ্লুত
                     বাসন্তী মধুমলয়ে।